Uncategorized

আপনি কি জানেন? কেন আপনি অনলাইন শপিং করবেন ?

online shopping

বাইরের দেশগুলোর মতো আমাদের দেশে ও অনলাইন শপিং এখন অনেক জনপ্রিয় হয়ে উঠছে। ঘরে বসে এক ক্লিকে পন্য কেনার প্রতি সবার আগ্রহ বেশী। অনলাইনে কেনাকাটা এখন এতটাই সহজ ও স্বাভাবিক হয়ে গেছে যে আমরা এতে বেশ অভ্যস্ত হয়ে পড়ছি। মানুষ কেন অনলাইন শপিং এর প্রতি আগ্রহী হয়ে পড়ছে? এর পিছনে কিছু কারণ রয়েছে। জেনে নেওয়া যাক অনলাইনে শপিং এর সুবিধাগুলো।

১। যে কোনো সময় শপিং

অনলাইন শপিং এর সুবিধা অনেক। অনেক গুলো শপিং সাইট ঘুরে আপনি আপনার পছন্দের জিনিসটা সিল্কেট করতে পারবেন। আর তার জন্য আপনাকে নির্দিষ্ট কোন সময়ের জন্য অপেক্ষা করতে হবে না। আপনার যখন সময় হবে তখনই শপিং করতে পারেন তা মধ্যরাত হলে ও সম্যসা নেই। শুধু তার জন্য প্রয়োজন হবে আপনার ইচ্ছা আর ইন্টারনেট কানেকশনের।

২। ভাল দাম

অনলাইনের পন্যগুলোর দাম তুলনামূলকভাবে কম হয়ে থাকে। কোন মধ্যস্থ ব্যবসায়ী ছাড়া পন্য সরাসরি অনলাইনের সাইটে আসার কারনে এর দাম কিছুটা কম থাকে। তাছাড়া অনেক অনলাইন সাইটে প্রায় ডিসকাউন্ট কুপনের অফার থাকে।

৩। বৈচিত্র্যতা

এখানে এক স্থানে বিভিন্ন বিক্রেতাদের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য একসাথে পাওয়া যায়। এতে বিভিন্ন ব্যান্ডের পণ্যের তুলনা করে সবচেয়ে ভাল পণ্যটি পছন্দ করার সু্যোগ থাকে। আর এরজন্য অনেক দোকান ঘুরার প্রয়োজন পড়ে না।

৪। উপহার

অনলাইন শপিং সাইটগুলো তাদের কাস্টোমারদেরকে বিভিন্ন উপলক্ষে বিভিন্ন উপহার দিয়ে থাকে। এতে বিক্রেতার সাথে ক্রেতাদের সুসম্পক বজায় থাকে আবার ক্রেতারা ও খুশি থাকে।

৫। সময় বাচাঁয়

ব্যস্ত এই সময়ে বাজার ঘুরে ঘুরে কোন কিছু কেনার সময় এখন আর নেই। অনলাইন শপগুলো আমাদের সময় বাচিঁয়ে দেয় অনেকখানি।

৬। ভিড় থেকে দূরে

বাজারের ভিড় অনেকেরেই অপছন্দের। ভিড়ের জন্য অনেকে তার পছন্দের পণ্যটি ঠিক মত দেখতে পারে না। অনলাইন শপগুলোই ভিড়ের হাত থেকে রক্ষা করে।

৭। কম দামে পুরানো বা অব্যবহৃত পণ্যদ্রব্য ক্রয়

কম দামে অব্যবহৃত বা অল্প ব্যবহৃত পণ্য কেনা সম্ভব অনলাইন শপগুলোতে। যদি আপনি প্রাচীন শিল্পকর্ম কিনতে চান অনলাইন দোকানে চেয়ে ভাল আর কিছুই হবে না।

৮। অন্যান্য খরচ কম

শপিং এ অতিরিক্ত কিছু খরচ থাকে, যেমন যাতায়াত খরচ,খাওয়া দেওয়া খরচ ইত্যাদি।অনেক সময় যা পণ্যের দামের চেয়ে বেশী হয়ে থাকে। অনলাইন শপিং এ এররকম অতিরিক্ত খরচগুলো হয় না ।

কষ্টের টাকায় সঠিক পন্য সঠিক মূল্যে পেতে শপিং করুন টিপটপ থেকে । এখানে আপনি পাবেন ২৪ ঘন্টা আফটার সেল সার্ভিস । সেই সাথে পন্য দেখে পেমেন্ট করার সুবিধা এবং আপনার অনলাইন শপিং সংক্রান্ত যে কোন সমস্যায় সরাসরি আমাদের অফিসে এসে সমাধানের সুবিধা। তাই স্বাচ্ছন্দে শপিং করুন টিপটপ থেকে ।

আপনার নিরাপদ ও স্বচ্ছন্দময় অনলাইন কেনাকাটাই আমাদের উদ্দেশ্য ।

Related Posts