Uncategorized

কমিয়ে ফেলুন আপনার অনলাইন শপিং এর খরচ !!

how to save money by online shopping

অনলাইন শপিং –

আমাদের দৈনন্দিন জীবনে নানান জিনিসের প্রয়োজন হয়। এসব নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে রোজ আমাদের ছুটতে হয় বিভিন্ন বাজার, শপিং মল এবং সুপার শপগুলোতে। তবে যানজট উপেক্ষা করে বাজার, শপিংমল বা সুপার শপ থেকে কেনাকাটা করতে প্রচুর সময় নষ্ট হয় যার ফলে ভোগান্তি পোহাতে হয় সাধারন মানুষকে। এসব সমস্যার সমাধান করতে সৃষ্টি হয়েছে অসংখ্য অনলাইন দোকান। এসব অনলাইন দোকানে পণ্য অর্ডার করলে নির্দিষ্ট সময় পর তা বাড়িতে এসে পৌঁছে দিয়ে যায়। তাই বাড়ছে অনলাইন কেনাকাটা। ঘরে বসে একটু স্বস্তিতে অনলাইন কেনাকাটাতেই স্বাচ্ছন্দ। সময়ের সাথে সাথে জনপ্রিয় হচ্ছে এই অনলাইন কেনাকাটা ।

অনলাইনে শপিং এর খরচ কমানোর উপায়-

কিন্তু এই অনলাইন থেকে কেনাকাটা করতে গিয়ে অনেক মানুষ না বুঝে বেশি খরচ করে ফেলে। তবে একটু সচেতন হলে অনলাইন কেনাকাটায় বাঁচতে পারে আপনার কিছুটা খরচ। জেনে নিতে পারেন এরকম কিছু পরামর্শ –

১. অনলাইন কেনাকাটায় টাকা বাঁচানোর একটি চমৎকার কৌশল হলো এই “Add to Cart”-এ কিছু পণ্য সংরক্ষণ করে রাখা। আপনি কোনো অনলাইন শপ থেকে কেনাকাটার সময় কিছু পণ্য কার্টে অ্যাড করে রাখুন, যেগুলো আপনি ভবিষ্যতে কিনতে আগ্রহী। আপনি যেহেতু একজন সত্যিকারের ক্রেতা, সুতরাং বিক্রয় প্রতিষ্ঠানটি আপনার কার্টে রাখা পণ্যটির ব্যাপারে আপনার আগ্রহ বুঝতে পারবেন এবং এমন ক্ষেত্রে বেশিরভাগ অনলাইন শপ তাদের বিক্রি কমানোর পরিবর্তে কয়েকদিনের মধ্যেই ক্রেতার জন্য সুনির্দিষ্ট ঐ পণ্যটিতে বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা করে থাকেন।

২. অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যারা শুধুমাত্র বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের বিশেষ মূল্যছাড়ের কুপন সরবরাহ করে থাকে। আপনি এইসব ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে কুপন কোড সংগ্রহ করতে পারেন। এভাবে বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা কুপন কোড ব্যবহার করে আপনি অনলাইন কেনাকাটায় খরচ কমাতে পারেন।

৩. অনেক পণ্য কেনার ক্ষেত্রে আপনি ফোনে অথবা ইমেইলে বিক্রয় প্রতিষ্ঠানকে মূল্য ফেরতের আবেদন করতে পারেন। এক্ষেত্রে সিংহভাগ ক্ষেত্রেই আপনি সফল হবেন এবং একটি নির্দিষ্ট পরিমাণে অথবা নির্দিষ্ট শতাংশে মূল্য ফেরত পাবেন। অনলাইন শপগুলো এটি করে থাকে তাদের বিশ্বস্ত এবং নিয়মিত ক্রেতাদের খুশি করার জন্য। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে খুব সহজেই অনলাইন কেনাকাটায় আপনার খরচ কমাতে পারেন।

৪. প্রথমে যা কিনতে চাইছেন সেটির দাম বিভিন্ন শপিং সাইট দেখে যাচাই করে নিন।

৫. কোন শপিং সাইটে আপনার পছন্দের জিনিসটির দাম সবচেয়ে কম তা নির্বাচন করুন।

৬. দেখে নিন কোন সাইটে ডিসকাউন্ট কিংবা অফার-এ ছাড়ের পরিমাণ বেশি।

৭. ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড-এর মাধ্যমে কেনার ক্ষেত্রে কোনও বিশেষ ছাড় পাচ্ছেন কিনা দেখে নিন।

৮. পণ্যের সঠিকতা যাচাই করতে এবং নিরাপত্তার জন্য ‘ক্যাশ অন ডেলিভারি’ অপশন আছে কিনা দেখুন।

৯. কোন শপিং সাইটের শিপিং চার্জ কত? সে দিকে নজর দিন।

১০. কোনও কিছু কেনার আগে অবশ্যই সেটির রিভিউ পড়ে নিন। এতে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতার কথা জানতে পারবেন।

উপরের পরমর্শগুলো আপনাদের অনলাইন কেনাকাটায় খরচ বাঁচাতে এবং কেনাকাটা আরো বেশি স্বাচ্ছন্দময় করতে সহায়ক হবে বলে আশা করা যায়।

Related Posts